যেভাবে তালাক প্রত্যাহার করা যায়

Photo by Karolina Grabowska on Pexels.com

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে তালাক প্রত্যাহার বা তালাক বাতিলের কোনো বিধানের উল্লেখ নেই। তবে সব ধরণের তালাকই প্রত্যাহারযোগ্য। তালাক উচ্চারণের মত প্রত্যাহারও যে কোন রকমে হতে পারে। চেয়ারম্যানের নিকট তালাক নোটিশ দেয়া হলেও চেয়ারম্যানের কাছে তা পৌঁছাবার দিন থেকে ৯০ দিন অতিবাহিত হবার আগ পর্যন্ত যে কোন সময় তা প্রত্যাহার করা যায়। এরমধ্যে প্রত্যাহার না করলে ৯০ দিন পর তালাক সম্পন্ন হয়ে যায়। আইনানুসারে স্বামী-স্ত্রীর মধ্যে পুনর্বিবাহের মাধ্যমে পুনঃমিলনের বিধান দেয়া হয়েছে। যদি তালাক প্রত্যাহার সম্ভব না হয় অর্থাৎ যে দম্পতির তালাক ৭ ধারার বর্ণিত পদ্ধতিতে তালাক কার্যকর হয়েছে, সেক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে পুনর্বিবাহের মাধ্যমে পুনঃমিলনে কোন বাধা নেই।

~ রাসেল বিশ্বাস
অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
মোবাইল : ০১৭৪৬-০২২৫৫০


Discover more from Adv R. Biswas' Law Blog - Legal Articles, Advice & Opinions

Subscribe to get the latest posts to your email.

Leave a comment