মাদক আইনে বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি করার শাস্তি

Photo by KATRIN BOLOVTSOVA on Pexels.com

সমগ্র দেশে মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, সরবরাহ ও চাহিদা হ্রাস, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ করার অভিপ্রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়। কিন্তু মাদক উদ্ধারের নামে সাধারণ জনসাধারণের ক্ষতিসাধনের অভিপ্রায়ে কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার যদি বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি করে থাকেন তবে তিনি উক্ত আইনের ৩৯ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৯ ধারা অনুসারে,
যদি তল্লাশি, আটক অথবা গ্রেফতার করবার ক্ষমতাসম্পন্ন কোনো অফিসার-

  • সন্দেহ করবার যুক্তিসংগত কোনো কারণ ব্যতিরেকে তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করেন ও তল্লাশি চালান,
  • হয়রানিমূলকভাবে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশি করবার নামে কোনো ব্যক্তির কোনো সম্পদ আটক করেন, এবং
  • কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করেন অথবা গ্রেফতার করেন,

তাহলে তিনি অর্থাৎ উক্ত অফিসার অনূর্ধ্ব ১ (এক) বৎসর কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

~ রাসেল বিশ্বাস
অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
মোবাইল : ০১৭৪৬-০২২৫৫০


Discover more from Adv R. Biswas' Law Blog - Legal Articles, Advice & Opinions

Subscribe to get the latest posts to your email.

Leave a comment