অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯/১৯ক ধারা

Photo by Karolina Grabowska on Pexels.com

অস্ত্র আইন, ১৮৭৮ (The Arms Act, 1878) এর ১৯ ধারা অনুসারে, যদি কোন ব্যক্তি

  • লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার প্রস্তুত, পরিবর্তন বা বিক্রয় করে বা বিক্রির জন্য প্রস্তাব করে বা প্রদর্শন করে;
  • লাইসেন্সবিহীন কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার আমদানি বা রপ্তানি করে;
  • নিষেধ লংঘন করে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার পরিবহন করে বা নিয়ন্ত্রণে রাখে;
  • বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়;
  • লাইসেন্সবিহীন কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার দখলে বা নিয়ন্ত্রণে রাখে;
  • অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার জমা দিতে ব্যর্থ হয়;

তবে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে বা অন্য যেকোন কঠোর কারাদণ্ডে যার মেয়াদ ৭ বছরের কম নয় এমন দণ্ডে দণ্ডিত হবেন।

অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ক ধারায় বিশেষ কতকগুলি অস্ত্রের ব্যাপারে উক্ত আইনের ৬, ১৩, ১৪, ১৫ ধারা লংঘনের শাস্তির বিধান সম্পর্কে বলা আছে। ১৯(ক) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির অপরাধ যদি বিশেষ কতকগুলি অস্ত্র যেমন পিস্তল, রিভলভার, রাইফেল, শর্টগান বা অন্য কোন আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হয়, তবে সে যাবজ্জীবন কারাদণ্ডে বা অন্য কোন কঠোর কারাদণ্ডে যার মেয়াদ ১০ বছরের কম নয় এমন দণ্ডে দণ্ডিত হবেন।

~ রাসেল বিশ্বাস
অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
মোবাইল : ০১৭৪৬-০২২৫৫০


Discover more from Adv R. Biswas' Law Blog - Legal Articles, Advice & Opinions

Subscribe to get the latest posts to your email.

Leave a comment